ঢাকা১৮ ডেস্কঃ ২০২২ হতে পারে বাংলাদেশের জন্য সবথেকে চমকপ্রদ একটা বছর। ২০২২ সালেই দেশের প্রথম নদীর নিচ দিয়ে করা কর্ণফুলী টানেল চালু হতে পারে।
২০২২ এর ভেতরেই চালু হবে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প; আবার দক্ষিণাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের সর্বশেষ বৃহৎ বাধা লেবুখালী সেতুও চালু হয়ে যাবে।
ঢাকায় আংশিক চালু হবে মেট্রোরেল। সবথেকে বড় কথা হল এই বছরের পর থেকেই দেশের মেগাপ্রকল্প প্রতিবছরেই কিছু না কিছু সার্ভিসে আসবে। নতুন বাংলাদেশের প্রত্যাশায়।
[ঢা-এফ/এ]
(Visited 19 times, 1 visits today)