বরিশাল প্রতিনিধি: কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদী উপজেলার মাতৃত্ব ভাতাভোগীদের নিয়ে হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, বরিশাল মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক দিলারা খানম, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ডাক্তার প্রিয়াংকা দাস।
বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। শেষে মাতৃত্ব ভাতাভোগীদের মাঝে সাবান, মাস্ক ও খাবার বিতরণ করা হয়।
ঢা/জিএমএস/এসআর
(Visited 27 times, 1 visits today)