লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ১শত পিচ ইয়াবাসহ জাহাঙ্গীর আলম(৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ আগষ্ট) দুপুরে আটককৃতকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৮ আগষ্ট) রাতে উপজেলার টংভাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত জাহাঙ্গীর আলম উপজেলার টংভাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এছাড়া সে দীর্ঘদিন থেকে মাদক কারবারের সাথে জড়িত।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টংভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় তার শরীরে তল্লাশী চালিয়ে ১শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের কর হয়েছে। এমনকি তার নামে থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে। পরে শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঢা/মমি