ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাপের ছোবলে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি)উপজেলার হামিরহাটি গ্রামে আক্কাচ উদ্দিন (৪২) নামের ওই কৃষকের মৃত্যু হয়। হারিমহাটি গ্রামের নুরুল উদ্দিনের ছেলে নিহত আক্কাচ উদ্দিন ।
নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, তার চাচা সকালে বাড়ির পাশে মাঠে মাটি কাটছিলেন। এ সময় একটি সাপ গর্ত থেকে বের হয়।তখন আক্কাচ উদ্দিন সাপটি ধরে হাঁড়িতে ঢুকাতে গেলে ছোবলে দেয়। সঙ্গে সঙ্গে মাঠের কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক রুবিনা খাতুন বলেন, সকালে ভর্তি করার পর চিকিৎসা চলাকালীন অবস্থায় স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান।
দুপুরে তাকে আবার হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।
ঢা/এমএন/জারতা
(Visited 3 times, 1 visits today)