ঢাকা১৮ ডেস্ক: যারা হজ করবেন তাদের জন্য করোনাভাইরাসে টিকা নেওয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে সৌদি আরব। অর্থাৎ যারা মহামারি এই ভাইরাসের টিকা নেবেন না তারা হয়তো এবার পবিত্র হজ আদায় করার সুযোগ পাবেন না।
মঙ্গলবার (২মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়ে এ ঘোষণা ও নির্দেশ জারি করেছেন।
সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হজের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার যাতে না ছড়ায় তাই হজের আগে কর্তৃপক্ষকে অবশ্যই মক্কা ও আল-মদিনায় স্বাস্থ্যখাতে উপযুক্ত জনবলকে প্রস্তুত রাখতে হবে। যারা হজ করবেন তাদের করোনা টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তারা।
ঢা/মমি
(Visited 30 times, 1 visits today)