ঢাকা১৮ প্রতিবেদক: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (০১ মার্চ) রাত ৮টায় বই মেলার উদ্বোধন করা হয়।
এ সময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ক গুরুত্বপূর্ণ বিভিন্ন বই প্রদর্শনীতে যুক্ত করা হয়। সেই সাথে মুক্তিযুদ্ধের সময়ে বিভিন্ন স্থির চিত্র প্রদর্শনীতে সেখানে রাখা হয়।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য লেজার শো এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। সেই সাথে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকেও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ অন্যান্য নেতারা।
ঢা/এসআর
(Visited 24 times, 1 visits today)