আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত নিয়ে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে চীন ও ভারতের সামরিক বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হয়েছে।
জানা গেছে, উত্তর সিকিম এলাকায় তিনদিন আগে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতের সেনাবাহিনী বলছে, বুধবারের ‘সামান্য’ ওই ঘটনাটি ‘সমাধান’ করা হয়েছে। তাছাড়া আরেকটি বিতর্কিত এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আরও জানা যায়, সিকিম এলাকাটি চীনের পাশাপাশি ভুটান ও নেপালের মাঝের একটি ভূখণ্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ভূখণ্ড রয়েছে ভারত ও চীনের মধ্যে। উভয় দেশই দাবি করে যে, অন্য দেশের ভেতরে তাদের এলাকা রয়েছে।
প্রসঙ্গত, নদী, হৃদ ও বরফে আচ্ছাদিত পাহাড় চূড়াময় তিন হাজার ৪৪০ কিলোমিটার সীমান্ত এলাকার সবটা পুরোপুরি চিহ্নিত নয়। ফলে সীমান্ত রেখা অদলবদল হতে পারে। এ কারণে বিভিন্ন সময় দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে চলে যায়, যা অনেক ক্ষেত্রে সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ায়। চীন ও ভারতের মধ্যে একমাত্র যুদ্ধ হয়েছে ১৯৬২ সালে। ওই যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়েছিল। সূত্র: বিবিসি।
ঢা/আইএইচই