ঢাকা১৮ প্রতিবেদক: শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের। তাই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে তাকে এইচডিইউতে নেওয়া হয়। সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মজিবর রহমান বলেন, বিকেলে আমি ওনার (সাহারা খাতুন) সঙ্গে কথা বলেছি। দুইঘণ্টা পর পর তাকে ১০০ মিলি গ্রাম করে খাবার দেওয়া হচ্ছে। এখন অবস্থা অনেকটা ভালো। প্রেসার স্বাভাবিক আছে।
মঙ্গলবার (২৩ জুন) একটি মেডিক্যাল বোর্ড করা হবে। তার উন্নত চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বোর্ডের চিকিৎসকরা।
এর আগে গত ২ জুন জ্বর-অ্যালার্জি ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থবোধ করলে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।
ঢা/মমি