নিউজ ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান (মিথুন মাহফুজ) মৃত্যুবরণ করেছেন। খুলনার পাইকগাছার তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়।
মিথুন মাহফুজের সহকর্মী আবু আলী তথ্যটি নিশ্চিত করে বলেন, মিথুন মাহফুজের উচ্চরক্তচাপ ও ডায়বেটিস ছিল। সকালে হঠাৎ করেই তার সুগার লেভেল ফল করে।
এরপর পরিস্থিতি খারাপের দিকে গেলে তার ছোট ভাই রিপন তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যায়। বারডেমে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মিথুন মাহফুজের প্রথম জানাজা নামাজ দুপুর সাড়ে ১২টার দিকে তার কর্মস্থল দৈনিক আমাদের সময়-এ অনুষ্ঠিত হয়।
আবু আলী আরও বলেন, বাদ যোহর তার দ্বিতীয় জানাজা নামাজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মিথুন মাহফুহজের মৃত্যুতে তার কর্মস্থলসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঢা/মমি