নিউজ ডেস্ক: যুবলীগ থেকে সদ্য-বহিষ্কৃত ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড এবং তার প্রাধান সহযোগি আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়ায় ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৬ সেপ্টম্বর) আরমানকে ভোরে এবং সম্রাটকে সন্ধ্যায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম তাদেরকে এই সাজা দেন।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লে. ক. সারোয়ার বিন কাশেম এই তথ্য জানান।
তিনি বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইনে সম্রাটকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়ায় তাকেও ৬মাসের কারা দণ্ড হয়।
উল্লেখ্য, আজ ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে আরমান ও ইসমাইল হোসেন চৌধুরীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন।
ঢা/ইআ
(Visited 3 times, 1 visits today)