মৌলভীবাজার প্রতিনিধি: শোকের মাস আগস্টের প্রথম প্রহর, রাত ১২ টা ১ মিনিটে মৌলভীবাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করে জেলা যুবলীগ।
শ্রদ্ধা জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এ সময় স্মরণ করা হয় ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত বেগম ফজিলাতুন্নেছাসহ সকল শহীদদের প্রতি।
মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
ঢা/এসআর/জেডআই
(Visited 1 times, 1 visits today)