ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে সাপের কামড়ে শরিফা খাতুন (২২) নামের অন্ত:স্বত্তা এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শরিফা খাতুন দোহারো গ্রামের রাশিদুল ইসলামের স্ত্রী।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল ৭ মাসের অন্তঃস্বত্তা শরিফা খাতুন। রাত ৩ টার দিকে বিষাক্ত সাপ কামড় দেয় তাকে।
সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলেও জানান তিনি।
শরিফা খাতুনের ৩ বছরে এক ছেলে সন্তান রয়েছে।
ঢা/জেডআরটি/আরকেএস
(Visited 25 times, 1 visits today)