ঢাকা১৮ ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পল্লীতে শেয়ালের কামড়ে ১০জন গুরুত্বরভাবে আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার উজানচরনওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকায় জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় তাদেরকে ময়মনসিংহ এসকে হাসপাতালে পাঠানো হয়। শেয়ালের এই উৎপাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচরনওপাড়া, কান্দাপাড়া ও মাইজপাড়ায় আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া গ্রামবাসীরা সবসময় লাঠিসোটা নিয়ে পাহারায় থাকছেন।
এ বিষয়ে প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আবু সায়েম জানায়, সম্ভবত ওই এলাকায় কয়েকটি শেয়াল রেভিস রোগে আক্রান্ত হয়েছে। তাই ক্ষিপ্ত হয়ে মানুষ দেখেই আক্রমন করছে। চিহ্নিত করে আক্রমনাক্তক শেয়ালগুলিকে মেরে ফেলা প্রয়োজন।
ঢা/আইএইচই
(Visited 31 times, 1 visits today)