ঢাকা১৮ প্রতিবেদক: রাজধানীর ঢাকায় নিযুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা সংকটের পুরো বিবরণ তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি তুলে ধরেন বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের ব্যাপক সমস্যার কথা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিনদে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি ওসিস বেনেতিজ সালাস এবং নরওয়ের রাষ্ট্রদূত অ্যাসপেন রিকতার সেভেন্দসেনের সঙ্গে এই বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন বলেন, বাংলাদেশে রোহিঙ্গারা প্রায় তিন বছর যাবত বসবাস করে যাচ্ছে। কিন্তু এ বিষয় নিয়ে বিভিন্ন দেশের সাথে বৈঠক করলেও এখন পর্যন্ত তার কোন সমাধান হয়নি। পাশাপশি রোহিঙ্গাও ফেরত নেওয়ার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেনি মায়ানমার।
এ সময় তিন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তারা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন।
ঢা/আইএইচই