ঢাকা১৮ ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরের ৯৩ নম্বর রোড এলাকায় ১৪ তলা ভবনের নিচ তলায় এসি বিস্ফোরণের ঘটনায় ১ জনের মৃত্যুসহ আরও আহত হয়েছেন ৭ জন।
বুধবার (১৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে। জানা যায়, ভবনটির এসি কন্ট্রোল রুম থেকে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। ইতিমধ্যেই ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।
জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি।
ঢা/আইএইচই
(Visited 29 times, 1 visits today)