রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদরের ৫ নং বন্দুক ভাঙ্গা ইউনিয়নের বোয়ালছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম সুমন চাকমা(৩৫)।
বুধবার(১৯ ফেব্রয়ারি) সাড়ে সাতটার দিকে বোয়ালছড়ি এলাকায় দুবৃত্তরা অতর্কিতে গুলি চালালে ঘটনাস্থলে সুমন চাকমা নামে একজন নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুবৃত্তরা একটি স্পীড বোট দিয়ে বোয়ালছড়ি এলাকায় অর্তকিতে হামলা চালালে প্রায় আধা ঘন্টাব্যাপী উভয়ের মধ্যে গুলি বিনিময় হয়। পরে সুমন চাকমাকে গুলি করে দুবৃত্তরা পালিয়ে যায়।
সূত্রে জানা যায়, রাঙ্গামাটি সদরের বোয়ালছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্ট( ইউপিডিএফ) এক দল কর্মী অবস্থান কালে সেখানে এমএন লারমা জেএসএস সংস্কার) দলের কর্মীরা অতর্কিতে হামলা চালায়।
এবিষয়ে জানতে চাইলে রাঙ্গামাটি কোতয়ালী থানার কর্মকর্তা মীর জাহেদুল ইসলাম রনি জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাটি শোনা মাত্রই ঘটনাস্থলে লাশ উদ্ধার করতে পুলিশ সেখানে গিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
ঢা/এসসি/মমি