চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মারিয়া আকতার (২) নামের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
শিশু মারিয়া এলাকার হামজারপাড়া গ্রামের ইব্রাহীম মিস্ত্রীর বাড়ির ডুবাই প্রবাসী গিয়াস উদ্দিন টিপুর কন্যা। পরিবারে দুই কন্যা সন্তানের মধ্যে মারিয়া কনিষ্ট সন্তান।
নিহতের চাচা মহিন উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে খেলার এক পর্যায়ে মারিয়া পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজা-খুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে তাকে নোয়াপাড়াস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য এ কে এম জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঢা/এনইউআর/এসআর
(Visited 8 times, 1 visits today)