আন্তর্জাতিক ডেস্ক: নৈশক্লাবে বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের হিউস্টন এলাকা থমথমে। হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের সঙ্গে আবারও গোলাগুলি শুরু হয়। এতে আরও একজন গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সময় রাত পৌনে ১০টায় হিউস্টন শহরের ডিডি স্কাই ক্লাবে এ হামলা চালানো হয়।
হিউস্টন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জনসন জানিয়েছেন, ক্লাবে গোলাগুলিতে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৈশক্লাবটিতে কমপক্ষে ৩০ জন ছিলেন।
হামলাকারী পালিয়ে যাওয়ায় শহরজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। নৈশক্লাবে কতজন হামলা চালিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢা/কেএম
(Visited 49 times, 1 visits today)