ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় টিভি দেখা নিয়ে সংঘর্ষে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিসকা ইউনিয়নের নগুয়ায় এলাকায় এ সংঘর্ষ হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমা খাতুন মারা গেছেন।
নিহত হালিমা খাতুন উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়া গ্রামের আবু হানিফার স্ত্রী।
আহতরা হালিমা খাতুনের দুই ছেলে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিসকা ইউনিয়নের নগুয়ায় এলাকায় এ সংঘর্ষ হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে হালিমার দেবর তোতা মিয়ার ঘরে টিভি দেখতে যায় হালিমার পরিবারের লোকজন। ঘরে কেন টিভি দেখতে আসে, এ নিয়ে দুই পরিবারের মাঝে কথাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পরিবার দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় দেবর তোতা মিয়ার রডের আঘাতে হালিমা খাতুন গুরুতর আহত হন। আহত হন হালিমা খাতুনের দুই ছেলে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হালিমার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে হালিমার মৃত্যু হয়।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওসি।
ঢা/টিএ/এসআর