ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদরে কাভার্ড ভ্যানে যাত্রীবাহী একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। এরা সবাই মাহিন্দ্রের যাত্রী। ঢাকা-ময়ময়নসিংহ মহাসড়কের শিকারীকান্দা বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, সকালে ত্রিশাল থেকে ছেড়ে আসা মাহিন্দ্রটি বেলতলী এলাকায় পার্ক করা একটি কাভার্ড ভ্যানে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রের দুই যাত্রীর মৃত্যু হয়। তারা হলেন শহরের চুরখাই এলাকার চামিলি আক্তার ও সদর উপজেলার পারাইল গ্রামের মো. পলাশ।
তিনি আরও জানান, তা ছাড়া এ দুর্ঘটনায় চার যাত্রী আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালটির উপপরিচালক জাকিউল ইসলাম জানান, আহত চার জনের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঢা/টিএ/এসআর