জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা বড় বাড়ির পাশেই ডুবায় লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর থানা পুলিশকে খবর দিলে ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম সামাদ (৫৮)। তিনি জামালপুর সদর উপজেলা হাট চন্দ্রা গ্রামের মৃত তাজ মাহমুদ শেখের ছেলে।
নিহতের বোন বুলি জানান, আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, আমার ভাই পাগল এবং মৃগী রোগী ছিল, একবার স্ট্রোক করেছিল। সে কাউকে কিছু না জানিয়ে এর আগেও অনেকবার বাড়ি থেকে চলে গিয়েছিল আমরা খোঁজাখুঁজি করে বাড়ি নিয়ে এসেছিলাম।
তিনি আরো জানান, গতকালও কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে, আমরা জামালপুর শহরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি, লোক মারফত শুনে আজকে এখানে এসে ভাইয়ের লাশ পেলাম।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান জানান , লাশ উদ্ধার করা হয়েছে, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
ঢা/আরএইচএন/আরকেএস