ঢাকা১৮ ডেস্ক : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালতের বিচারিক কাজে নারীর অংশগ্রহণের গুরুত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ ঘটিকায় এ কর্মশালা মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মেলান্দহ উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন।
এসময় মেলান্দহ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুননেছা, ইউএনডিপির ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মালিক শামীম আখতার, মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের জেলা সমন্বয়কারী আবুহেনা মোস্তফা, উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম উপস্থিত ছিলেন।
এতে উপজেলার ১১ টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, মেলান্দহ পৌরসভার মহিলা কাউন্সিলর ও নারী নেত্রীগণ অংশ নেন।
ঢা/আরএইচএন/আরকেএস
(Visited 30 times, 1 visits today)