কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত মেজর (অব:) সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থেকে গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মাদক মালায় জামিন হয়েছে। রোববার (৯ আগস্ট) কক্সবাজারে আদালত এ জামিন মঞ্জুর করেন।
অপর শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাতের জামিন হয়নি। আগামীকাল তার জামিন শুনানি করা হবে বলে জানা গেছে।
এর আগে তদন্তকারীরা বলেছেন, তদন্তের স্বার্থে তাঁদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। তদন্তকারী সংস্থা র্যাব এই দুই শিক্ষার্থীর জামিনের ব্যাপারে আইনজীবীর মাধ্যমে সহায়তা দেবে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় আটক করা হয় তার সঙ্গে থাকা রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে।
ঢা/কেএম