ঢাকা১৮ প্রতিবেদক: সূর্যের দেখা নেই গত কয়েকদিন। আকাশও মেঘাচ্ছন , সঙ্গে পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও। ফলে হালকা শীতও অনুভূত হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, রবিবার থেকে দিনে সূর্যের দেখা যাবে এবং তাপমাত্রাও বাড়বে। আর রাতে শীত পড়বে।
এ নিয়ে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, শনিবার কুয়াশার সঙ্গে বৃষ্টিও ছিল। এ কারণে দিনের বেলা তাপমাত্রা কিছুটা কম ছিল। কিন্তু রবিবার দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে। তবে রোদও দেখা যেতে পারে।ফলে দিনে তাপমাত্রা কিছুটা বাড়বে আর রাতে শীত পড়বে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম ও যশোরে ৩২ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুঁলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
(Visited 29 times, 1 visits today)