আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জঙ্গি হামলায় ৫৩ সৈন্য নিহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবারের এই হামলায় আহত হয়েছে আরো অনেকে।
শনিবার (২ নভেম্বর) দেশটির সরকারি সূত্র এ খবর জানিয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে জানানো হয়, শুক্রবার (১ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
এদিকে দেশটির সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, প্রাথমিকভাবে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ হয়েছে। বর্তমানে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম আফ্রিকার দেশ মালির সেনাবাহিনীর ওপর এটি দ্বিতীয় বড় ধরনের হামলা। গত সেপ্টেম্বরেই ভয়াবহ জঙ্গি হামলার শিকার হয়েছিল মালির সেনাবাহিনী।
দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি বলেন, জঙ্গিদের এই হামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
মালিতে নিজের শক্ত অবস্থান থেকে আল কায়দা ও ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত গ্রুপগুলো সাহেল অঞ্চলজুড়ে হামলা চালিয়েছে যাচ্ছে।
ওই অঞ্চলে ফরাসি বাহিনী ও অন্যান্য বাহিনীর উপস্থিতি এবং সরকারের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
ঢা/তাশা