ময়মনসিংহ প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ম্যাগাজিনে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের পর গফরগাঁও ওলামা সমিতির আয়োজনে রেলওয়ে স্টেষন চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইমাম বাড়ী ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,ওলামা সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ .মো.নুরূল ইসলাম,সাধারণ সম্পাদক মাও. মাহমুদুল হাসান সালমানী,খেলাফত যুব মজলিসের সভাপতি হাফেজ মাও.জহিরুল ইসলাম,মাও. আজিজুর রহমান,মাও. আনোয়ার হোসাইন আসাদী,মাও. নুরুল আমিন,মাও. এমদাদুল হক জিহাদী,মাও. মাহমুদুর রহমান উসমানী,মাও. মিজানুর রহমান,মাও. আব্দুল্লাহ বাকী,মাও. মাহদী,মুফতি ইমরান হোসাইন আজাদ,মাও. আসাদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, হাফেজ মাও. মো. নাদিম হাসান।
বক্তারা সংসদে নিন্দা প্রস্তাব পাস, ফরাসি রাষ্ট্রদূতকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং ফ্রান্সের সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানানোসহ ফ্রান্সের প্রেসিডেন্টকে মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান।
ঢা/টিএ/এসআর