আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের উত্তর উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষাকেন্দ্র জানিয়েছে, এর রিখটার স্কেলের মাত্রা ছিল ৮ দশমিক ১। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৫ মার্চ) বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গার্ডিয়ান জানিয়েছে, সুনামির আশঙ্কায় ইতোমধ্যে উপকূলবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। ভূমিকম্পের উপত্তিস্থল থেকে সুনামি হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র ।ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩শ কিলোমিটার পর্যন্ত সুনামি হতে পারে।
নিউজিল্যান্ডের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভূমিকম্পের কারণে যে সুনামির স্রোত সৃষ্টি হয়েছে, তাদের দেশে আছড়ে পড়বে কিনা তা এখনো পর্যালোচনা করা হচ্ছে। এর রিখটার স্কেলের মাত্রা ছিলো ৮ দশমিক ১।
ঢা/এসআর