বিনোদন ডেস্ক: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সাতপাকে বাঁধা পড়লেন নেহা কাক্কর এবং রোহনপ্রীত সিং। শনিবার (২৪ অক্টোবর) দিল্লির একটি গুরুদুয়ারায় গায়ক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে নেহার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ।নেহা এবং রোহনপ্রীত সিংয়ের বিয়ের সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) এই জুটির মেহেদি ও হলুদ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। একটি ছবিতে দেখা যায়, নেহা তার হাতে মেহেদি দিচ্ছেন। পাশাপাশি হলুদ অনুষ্ঠানের একটি গ্রুপ ছবিও ছিল।
অক্টোবরের শুরুতে গুঞ্জন শোনা যায়, রিয়ালিটি শোয়ের তারকা রোহনপ্রীতকে বিয়ে করবেন নেহা। তবে সে সময় আদিত্য নারায়ণ বলেন, নেহা কাক্করের সঙ্গে রোহনপ্রীত সিংয়ের পরিচয় হয় সম্প্রতি। পরিচয়ের কয়েক দিনের মধ্যে নেহা কীভাবে বিয়ের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন উদিত-পুত্র। যদিও সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন নেহা।