ঢাকা১৮ ডেস্কঃ GFP র্যাংকিং অনুযায়ী সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় প্যারামিলিটারী ফোর্স রয়েছে বাংলাদেশের।
প্যারামিলিটারী ফোর্স বলতে আমরা সহজ ভাষায় আনসার ভিডিপি বাহিনীকে বুঝে থাকি। বর্তমানে এই বাহিনী তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত।
সেগুলি যথাক্রমেঃ সাধারন আনসার, ব্যাটালিয়ন আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি। এছাড়া BNCC সদস্যরাও প্যারামিলিটারী ফোর্স হিসেবে গণ্য হন।
[ঢা-এফ/এ]
(Visited 10 times, 1 visits today)