আন্তজাতিক ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের ভয়াবহতার বিশ্বের অনেক দেশের মাঝে দিন দিন আরো কঠিন আকার ধারণ করছে। বর্তমানে বিশ্বজুড়ে মহামারি করোনার আক্রান্তের সংখ্যা ৯ কোটি ১৩ লাখ ছাড়িয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ লাখ ৫২ হাজারও বেশি। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৩ লাখ ১৫ হাজার ৭৬ জন এবং আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮৭৯জনের। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ১০২ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় সবচেয়ে আক্রান্ত ও মৃত্যু বেশি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই কোটি ২১ লাখ ৪৩ হাজার ১৯৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ২৪৯ জনের।
করোনাভাইরাস সংক্রমণ শুরু শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ঢা/এসআর