রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেঁটে যায়।
এদিকে বিকেল চারটার পর থেকে কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নেন গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর রোডে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। সেখানে জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি বিএনপির আসনের ২৯ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার চলছে। ওই প্রার্থীদের সমর্থকরা খালেদা জিয়ার কার্যালয়ের বাইরে মিছিল করছেন। এক পর্যায়ে জাহাঙ্গীর ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তেমন বড় কিছু হয়নি।