ঢাকা১৮ প্রতিবেদক: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। জানা যায়, এতে আহত হয়েছেন আরও ৩ জন। ইতিমধ্যেই আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) উত্তরা এক্সপ্রেসের এই ট্রেনটি সকাল ৬টা ৫৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসে এবং পথিমধ্যে বাসের সাথে সংঘর্ষ লাগে।
বিষয়টি জয়পুরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক খন্দকার ছানাউল হক নিশ্চিত করেন।
জানা যায়, এ দুর্ঘটনার পর থেকে পশ্চিমাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।
ঢা/আইএইচই
(Visited 34 times, 1 visits today)