বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় সন্ত্রাসী দলের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সদর উপজেলার বাগমারায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের মূল গ্রুপের সাথে সংস্কারপন্থি গ্রুপের গোলাগুলি হয়। এতে রতন তঞ্চঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেবিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা, দিপেন ত্রিপুরা মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সদর উপজেলার অন্তর্গত হলেও বাগমারা জায়গাটি বান্দরবান শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। যাতায়াত ব্যবস্থাও দুর্গম।
ঢা/কেএম
(Visited 38 times, 1 visits today)