ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বোমা সদৃশ্য নয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের একটি পরিত্যক্ত বালুর মাঠ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন চৌধুরী বলেন, স্থানীয় লোকজন ওই গ্রামের একটি পরিত্যক্ত বালুর মাঠে ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
বিকেলের দিকে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম বোমারু দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ঢা/মমি
(Visited 37 times, 1 visits today)