পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের উদ্দ্যোগে প্রায় পাঁচ শতাধিক অসহায় শীতার্থদের মাঝে কম্বল ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ৷
১৫ জানুয়ারি (শুক্রবার) উপজেলায় অলদিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিতরণ করা হয়। একই সাথে অসহায় মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবায় একটি হেলথ ক্যাম্প স্থাপন করা হয়েছিল ৷
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও আসন্ন পৌর মেয়র প্রার্থী দিপঙ্কর রায় মিঠু এবং অলদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার ৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল এর কেন্দ্রীয় সভাপতি এস এম আশেক উল্লাহ নোমান, কেন্দ্রীয় সাধারন সম্পাদক মাহাবুব আলম মিজু, কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক সেলিম রেজা, নাজমুল হাসান ও পারভেজ আহমেদ বিপ্লব।
ঢা/এমএইচ/এসআর