ঢাকা১৮ প্রতিবেদক: করোনাকালীন সময়ে বিশ্বের ২৩ দেশের নাগরিকদের মালয়েশিয়া গমনে বাধা এখনো কার্যকর রেখেছে সেদেশের সরকার। এদেশগুলির মধ্যে বাংলাদেশের নাগরিকরাও অন্তর্ভূক্ত। মালয়েশিয়ার সরকারের পরবর্তী আদেশ জারি না হলে এই ২৩ দেশের কোন নাগরিক মালয়েশিয়া গমন করতে পারবেন না।
আজ ৭ই নভেম্বর ঢাকাস্থ মালয়েশিয়ার দুতাবাস থেকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করা হয়।
এই দেশগুলির করোনা ভাইরাসের ঝুঁকি, আক্রান্ত ও মৃত্যুহার পৃথিবীর অন্যান্য দেশগুলির চাইতে বেশি বিধায় এসব দেশের নাগরিকরা মালয়েশিয়ায় যেতে পারবেন না বলে বাংলাদেশে মালয়েশিয়া হাইকমিশন এ ব্যপারে জানিয়েছেন। তবে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিশেষ পরিস্থিতিতে বা জরুরী প্রয়োজনে সার্বিক দিক বিবেচনা করে সে দেশে প্রবেশের অনুমতি প্রদান করতে পারে। ভিসার মেয়াদ যেসব বাংলাদেশি কর্মীর শেষ, তাদের মালয়শিয়ার প্রতিষ্ঠাগুলি ভিসা জন্য আবেদনের অনুরোধ জানাতে পারে যখন ভিসা প্রসেসিং শুরু হবে।
মালয়েশিয়ায় প্রবেশে যেসব দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি,
ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।
সাময়িক ভাবে মালয়েশিয়া গমনে যেসব দেশের নাগরিকদের প্রবেশাধিকার নিষেধ সেসব দেশ হল – বাংলাদেশ, ভারত,পাকিস্তান, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, তুরস্ক, জার্মানি,
ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।
ঢা/এসআর