স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া দলের নাম ঘোষণা করেছে বিসিবি। শনিবার (৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি দলগুলোর নাম জানিয়েছে। মূলত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধীনে ৫টি বিভাগের নামে করা হয়েছে দলগুলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ১১ নভেম্বর (বুধবার) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, একদিন পিছিয়েছে সেটি হবে ১২ নভেম্বর (বৃহস্পতিবার)।
দলগুলো হলো: ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম।
১৫ নভেম্বর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা থাকলেও, বিসিবি আগেই জানিয়েছে টুর্নামেন্টটি পেছানো হবে। চলতি মাসের শেষের দিকে, শুরু হতে পারে টি-টোয়েন্টি আসরটি।
(Visited 41 times, 1 visits today)