ঢাকা১৮ ডেস্কঃ আজ রবিবার (৬ ডিসেম্বর, ২০২০ ইং) দুপুরের পর ঢাকা-১৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে ধর্মান্ধ মৌলবাদ নামক অপশক্তির বিরুদ্ধে এক বিশাল ‘প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল’- এর আয়োজন করা হয়।
বৃহত্তর উত্তরা অঞ্চল তথা ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সকল নেতা-কর্মী এবং সমর্থকদের বিশাল বিশাল মিছিল দুপুরের পর হতে উত্তরাস্থ ঢাকা-ময়মনসিংহ মহসড়ক সংলগ্ন অবস্থিত রাজলক্ষী শপিং কমপ্লেক্স – এর সম্মুখে জড়ো হতে শুরু করে।
উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি শুরুর প্রারম্ভে জড়ো হওয়া আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা কর্মীদের উদ্দেশ্যে কুষ্টিয়াতে রাতের আধারে কতিপয় দুর্বৃত্ত দ্বারা জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় প্রতিবাদ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন আয়োজনটির সভাপতি জনাব আলহাজ্ব হাবিব হাসান, এমপি।
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহীদ সিদ্দিকী কাক্কার সঞ্চালনায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আরও বক্তব্য প্রদান করেন ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।
যাদের মধ্যে উল্লেখযোগ্য বক্তা কিংবা সংগঠকবৃন্দরা হচ্ছেন – সাবেক ছাত্রলীগ এবং বর্তমান আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান দুলাল, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদুজ্জামান মিঠু, মাহাবুবুর রহমান খান, যুগ্ম সাধারন সম্পাদক, উত্তরা পূর্ব থানা;
মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি তানিম হাসান, পশ্চিম থানা আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন আল সোহেল; ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম রবি, আসাদুর রহমান খান রুমি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, উত্তরা পূর্ব থানাসহ প্রমুখ নেতৃবৃন্দগণ।
রাজলক্ষি কমপ্লেক্সের সম্মুখে সমাবেশটিতে সকল নেতৃবৃন্দের বক্তব্য প্রদান শেষে উপস্থিত বিপুল সংখ্যক নেতা কর্মীগণ শ্লোগানসহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উক্ত বিশাল বিক্ষোভ মিছিলটি হাউজ বিল্ডিং বাসষ্ট্যান্ড অভিমুখে প্রদক্ষিন করে পুনরায় রাজলক্ষি’র সামনে এসে আয়োজনটির সমাপ্ত ঘোষনা করা হয়।
ভিডিওঃ
[ঢা/এফএ]