ঢাকা১৮ প্রতিবেদক: আগের নিয়মেই একই দিন এবং একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে রাজধানীসহ সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের এক সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে বুধবার (২৮ অক্টোবর) সভায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মেডিকেল ভর্তি বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুরের সঙ্গে পরামর্শ ও সর্বোপরি করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে নেয়া হবে বলে জানান তিনি।
উক্ত সভায় আগের নিয়মেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রতিবছর অক্টোবর বা নভেম্বরে ভর্তি পরীক্ষা হলেও এবার ভর্তি নতুন বছরে অনুষ্ঠিত হবে।
ঢা/আইএইচই