ঢাকা১৮ ডেস্ক: ফ্রান্সের সাথে সরকারের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে রাজধানীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলামের বিরুদ্ধে মন্তব্যে করার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে সংক্ষিপ্ত সমাবেশের পর ফরাসি দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে একটি মিছিল বের করে সংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
জেদ্দা ভিত্তিক সংগঠনের সচিবালয় এক বিবৃতিতে বলছে, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে ফরাসি সরকারের দায়িত্বশীল কিছু ব্যক্তিদের বক্তব্য সবার মধ্যে উদ্বেগ তৈরি করেছে, যা মুসলিমদের সাথে ফ্রান্সের সম্পর্ক বিনষ্ট করবে এবং দলীয় স্বার্থ উদ্ধারের জন্য সবার মধ্যে ঘৃণ্য মনোভাব ছড়িয়ে দেবে।
ঢা/আইএইচই
(Visited 51 times, 1 visits today)