নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর কুর্মিটোলায় ঝোঁপের ভেতর ধর্ষণের অভিযোগে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মজনু।
ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ জবানবন্দি দেন।
পরবর্তীতে তিনি জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক আসামিকে আদালতে হাজির করেন।
তার আগে, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আসামি মজনুকে সাতদিনের রিমান্ডে পাঠায় ঢাকার সিএমএম আদালত।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে তার গন্তব্যে যাওয়ার পথটি নির্জন ছিল। পথে ওই শিক্ষার্থীকে অনুসরণ করে মজনু। একপর্যায়ে তাকে জাপটে ধরে ঝোঁপের আড়ালে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়েও। ঘটনার চারদিনের দিনের মাথায় গত ৮ জানুয়ারি মজনুকে আটক করে র্যাব।
ঢা/ এনএএইচ/