আন্তর্জাতিক ডেস্ক: ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদ করার আইনে সম্মতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণের শাস্তি হিসেবে রাসায়নিকভাবে লিঙ্গচ্ছেদের পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার দাবি তোলেন পাকিস্তানের ক্যাবিনেটের সদস্যরা।
পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের আইনসভার সদস্য ফয়জল জাভেদ খান বলেন, শিগগিরই লিঙ্গচ্ছেদ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে পেশ করা হবে।
এদিকে, এব্যাপারে এখনও সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করেনি পাক সরকার।
(Visited 63 times, 1 visits today)