ঢাকা১৮ প্রতিবেদক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ৪৩৬ জন। এতে ১১ হাজার সাতটি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২জনসহ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৩ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৩১ হাজার ৩২৬ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৮৯৯ জন।
মৃত ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ, নারী পাঁচ জন। বিভাগীয় অনুসারে ঢাকা ১৮ জন, চট্টগ্রাম তিন জন এবং বরিশাল এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২২ জন।
মৃত ২২ জনের মধ্যে মৃতদের বয়স বিশ্লেষণে, ৬০ বছরের ঊর্ধ্বে ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
করোনাভাইরাস সংক্রমণ শুরু শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
ঢা/এসআর