ঢাকা১৮ প্রতিবেদক: বাংলাদেশে করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্রের দেয়া ১০০ ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি দাবি করেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘মৃত্যু হার অনেক কম। সংক্রমণের হার সেভাবে না কমলেও সুস্থতার হার বেড়েছে। সংক্রমণ কমানোর জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’
লাইসেন্সবিহীন সব ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক বন্ধ করে দেয়া হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকদের নির্দেশনা দেয়া হয়েছে, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হবে। যাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে সময় বেধে দেয়া হবে। যাদের যন্ত্রপাতি নেই বা যন্ত্রপাতির কমতি আছে, তাদের সময় দেয়া হবে।’