স্পোর্টস ডেস্ক: ২০১৯ সালের ১৫ মার্চ এক বিপথগামীর গুলির শব্দে কেঁপে উঠেছিল দেশটির ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ। অনুশীলন শেষে জুম্মার নামাজ পড়তে যাওয়ার কথা ছিল সেই মসজিদেই।
অল্পের জন্য সেদিন প্রাণে বেঁচে যান টাইগাররা। দুই বছর পর আবারো সেই মসজিদে গিয়ে নামাজ পড়েছেন ক্রিকেটাররা।
শুক্রবার সকালে অনুশীলন শেষে বাংলাদেশ দল ফিরছিল সেই আল নূর মসজিদের সামনে দিয়ে। মসজিদের সঙ্গে ছবি তুলে দুই বছর আগের সেই স্মৃতি মনে করিয়ে দিতে মুশফিকুর রহিম জানান দেন ফেসবুক পোস্টে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। এটাই সেই মসজিদ, আর একই সঙ্গে আজও শুক্রবার।
নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে এরই মধ্যে ক্রাইস্টচার্চে অবস্থান করছে বাংলাদেশ।
ঢা/এসআর
(Visited 25 times, 1 visits today)