ঢাকা১৮ ডেস্ক: ভারতের দিল্লিতে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
সোমবার (১৭ আগস্ট) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় দিল্লি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অ্যানেক্স বিল্ডিংয়ের ৭ তলার ৬ নম্বর কক্ষে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
দিল্লির ফায়ার সার্ভিস বিভাগের পরিচালক অতুল গর্গ বলেছেন, সকাল সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ঢা/মমি
(Visited 24 times, 1 visits today)