ঢাকা১৮ প্রতিবেদক: ঢাকার মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয় মিয়া ও ইমরান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে কল্যাণপুর হাউজ বিল্ডিং অফিসের পেছনে একটি খালি জায়গায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করার পাশাপাশি ওই তরুণীকে প্রাথমিক চিকিৎসা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়।
ওসি বলেন, অভিযোগের পরপরই আমরা অভিযান চালিয়ে তাদেরকে ধরতে সক্ষম হই।
ঢা/আইএইচই
(Visited 37 times, 1 visits today)