ঢাকা১৮ ডেস্ক: আগামী ২৩ আগস্ট ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) একাধিক সূত্র।
বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ২৩ আগস্ট তফসিল ঘোষণা করা হবে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে নির্বাচনের।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন প্রথম ৯০ দিন এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচন পরবর্তী দিনের মধ্যে হতে যাচ্ছে।
উল্লেখ্য যে, গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদে শামসুর রহমান শরীফ ডিলু মারা যান।
ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যান। আগামী ৮ অক্টোবরের মধ্যে এ আসনের উপ-নির্বাচন করতে হবে।
ঢা/মমি
(Visited 93 times, 1 visits today)