স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকায় দুই পুলিশ সদস্যের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে মিরপুর রোডের সাইন্সল্যাব মোড়ে ওই হামলায় দুই পুলিশ সদস্যই আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএমপি ও ঢাকা মেডিকেল কলেজের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এটি হাত বোমা নাকি অন্য কিছু এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আহত দুই পুলিশ সদস্য হচ্ছেন, এএসআই শাহাবুদ্দিন (৩৫) ও কনস্টেবল আমিনুল (৪০)। তারা বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন।
গোলাম রসুল নামের একজন সাব ইন্সপেক্টর (এসআই) তাদেরকে হাসপাতালে নিয়ে যান। এএসআই শাহাবুদ্দিনের দু’পায়ে ও কনস্টেবল আমিনুলের হাতে বোমার আঘাত লেগেছে।
এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সহকারী একান্ত সচিব মো. জাহিদ হোসেন চৌধুরী বলেন, ‘মন্ত্রী গাড়িতে ছিলেন। তাকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িটি সামনে ছিল। একজন পুলিশ সদস্য প্রটেকশনের গাড়ি থেকে নেমে ট্রাফিক পুলিশের সঙ্গে যানজট নিরসনে কাজ করছিলেন। তখনই বোমাটি বিস্ফোরণ হয়। এতে প্রটেকশনের থাকা পুলিশের এএসআই শাহাবুদ্দিন আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর মন্ত্রী তাজুল ইসলাম ওই এলাকা থেকে চলে যান। তার গাড়িতে কিছু হয়নি। তিনি সুস্থ আছেন।’
এ ঘটনার পর সাইন্সল্যাব মোড়ের ঘটনাস্থল কর্ডন করে রেখেছে পুলিশ। ওই রোডে আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
ঢা/এমএম