নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরখাস্ত হওয়া ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা সব কিছু আইনের মাধ্যমে সুরাহা হবে।ওয়ারেন্ট ইস্যু হলে ডিআইজি মিজান আত্মসমর্পণ করবে নতুবা গ্রেফতার হবে।
বুধবার(২৬জুন) দুপুরে ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
ডিআইজি মিজান দেশে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে কিছু না বলে এড়িয়ে যান।
ডিআইজি মিজানকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান বলেন, ওয়ারেন্ট ইস্যু হলে ডিআইজি মিজান আত্মসমর্পণ করবে নতুবা গ্রেফতার হবে।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনকে যদি ডোপ টেস্ট এর মধ্য দিয়ে স্বচ্ছতা নির্ধারণ করি। তাহলে ভালো মানুষের হাতে, ভালো ব্যক্তিদের হাতে রাজনৈতিক নেতৃত্ব দিয়ে আমরা মাদকের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশের মানুষকে সম্পৃক্ত করতে পারি।
তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক অনুশাসন, ধর্মীয় অনুশাসন, রাজনৈতিক দুর্বৃত্তায়নদের হাত থেকে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করতে হবে।
ঢা/ইআ